পর্বতের মতো দাঁড়িয়ে আছি স্থির
অনিরুদ্ধ পৃথিবীর বুকে
অভিযাত্রীরা আসে হাইকিং করতে
দীর্ঘস্থায়ী হয় না কেউ
কেউ আসে সাদরে গ্রহণ করি তাকে
তাবুতে থাকে
কিছুকাল পরে মোহ ভাঙ্গে একজনের।

এভাবেই আপাতত বেঁচে থাকা
এভাবেই আপাতত বেঁচে আছি
সবুজ অরণ্য নিত্যসঙ্গী পাশে
আমি তো একা নই
তুমি কি ভাব আমি একা?

ভ্রমণকারী নয়
যদি তুমি পাহাড়ী হতে চাও
তবে পাহাড়ের ভাষা শিখে নাও আগে
পাহাড়ের রঙ চেনো
ঋতুর খামখেয়ালির সাথে খাপ খাইয়ে নাও।


শাহ্জাদা আল হাবীব
০৮.০৩.২০১৯