অনিন্দ্য পারিজাত অতিথি পাখিরা
কেবল শীতকালেই আসে
শীত শেষে ঠিকই চলে যায়
তেমনি জীবনে আসে এরকম বিহঙ্গ
শীত শেষে একা ফেলে তারা নীড়ে চলে যায়।
চলে যাওয়ার আগে চালনি দিয়ে
পরিশুদ্ধ করে রাখে হৃদয়
নিতলে নিড়ানি দিয়ে বের করে আনে মণি-মুক্তা
নিট মুনাফা এসব হিসাব এখন নিঃসম্বল
পুরোটা জীবন পড়ে আছে
নীতিবিরুদ্ধ স্লোগানের জন্য।
নিঃসন্দেহে নিঃসঙ্কোচে মেনে নাও নিঃসঙ্গতা
কেউ নিখোঁজ হলে নিঃস নও তুমি
বিধাতার নিগূঢ় রহস্য বোঝা দায়
নিত্য নিখাদ নিকেতন-নিকুঞ্জ খোঁজ না
পাটরানী সেচ্ছায় এসে সিংহাসনে বসবেন।
শাহ্জাদা আল হাবীব
২৯.০১.২০১৯