ভালোবাসলে এখুনি ভালোবেসো
এখন যে উপযুক্ত সময় ভালোবাসার
এখনই সময় আঙ্গুলের ফাঁকে আঙ্গুল রেখে পথচলার
দুঃখ-সুখ, কান্না-হাসি ভাগ করে নেবার উত্তম সময় এখনই
যদিও এই অবেলায় অর্থ,যশ, বাড়ি-গাড়ি কিছুই নেই
একটি বিশুদ্ধ হৃদয়ই আমার একমাত্র অবলম্বন।
  
মা বলেছিল, ক্ষুধা ও খরার যন্ত্রনা অচিরেই শেষ হবে
একদিন আমিও সরষে ইলিশ দিয়ে পেটপুরে ভাত খেতে পারবো
আমি জানি, আমার মা মিথ্যা বলতে পারেন না
আমি বিশ্বাস করি একদিন আমারো সব হবে
খা খা রোদ্দুর, বৃষ্টিভেজা দুপুর, নির্মল জোছনা সবই আমার হবে।

জেনে রেখো, সেই অর্থ -সম্পদ, খ্যাতি
সবুজ দূর্বাঘাসের মতো পায়ে মাড়াবো
যখন পত্রিকার প্রথম পাতায় বড় বড় করে
আমার ছবি ছাপানো হবে
তখন কর্পোরেট যুগের নারীরা প্রেয়সী হতে মরিয়া হয়ে উঠবে
তাদের ফ্রয়েডীয় উহ্ আহ্ শীৎকারময় প্রেম
আমি ছুঁয়েও দেখবো না
আমি এ ও জানি যে তারা আমাকে নয় বরং আমার অর্থকেই বেশি ভালোবাসবে।

আমি তো চেয়েছি সলজ্জ ষোড়শী তন্বীর মতো নির্মল প্রেম
যার চোখে আঁকা থাকে নিষ্পাপ স্বর্গীয় প্রেমের আকুতি
যার মিষ্টি সুর শুনে হেকলক পান করা যাবে অনায়াসেই
যার কাঁপাকাঁপা হাতের লেখা চিঠিতে ওম, কাম কিংবা শরীরের গন্ধ নাই থাকুক
শুধু থাকুক কিছু সাদাকালো প্রেমের অক্ষর ও আনকোরা চুমুর দাগ।

তাই বলি ভালোবাসলে এখুনি ভালোবাসো
দুদিন পর যদি কেউ বলে 'ভালোবাসি '
তখন কিভাবে বুঝব তা কি প্রেম নাকি ' কর্পোরেট মেকি'?


শাহ্‌জাদা আল-হাবীব
২৬.১১.২০১৭