একা ছিলাম, একা আছি, একাই চলছি বেশ
বিষাদ ছিলো, বিষাদ আছে, বিষাদের নাই শেষ
বিষাদ হলো নিত্যসঙ্গী ; বিষাদ আলোছায়া
বিষাদ যেন আগলে রাখে, বিষাদ মহামায়া।

মন মাজারে দুঃখ রাখি, আগলে রাখি কষ্ট
পুষ্প ফুটবে আশায় থাকি, হয়নি স্বপন নষ্ট
কালের গর্ভে বিলীন হলো কত কথা গল্গ
সুখের দিন হয়না স্থায়ী, থাকে খুবই অল্প
জীবন নদের অথৈয় জল সদা বহমান
একা তরী চলছে চলুক; থাকুক চলমান।


শাহ্‌জাদা আল-হাবীব
১২.০৪.২০১৮