হাজার শিরার এই দেহটা কাঁপছে দেখো খুব
প্রণয় হ্রদে পথিক তুমি-- দিয়েছো মরণ ডুব
এই বুকেতে তপ্ত হাওয়া অনিশ্চয়তায় বয়
সকল ব্যথা, দুঃখ খরা একে একে সয়।
এই ধরাতে হচ্ছে ক্ষীণ আমার আয়ু প্রাণ
তবুও দ্ব্যর্থ কেন বল, ' কেমন আছো জান? '
একটা সাগর দুঃখ বয়েও বলি, 'আছি বেশ'
কেউ জানে না, কেউ বুঝে না হচ্ছি যে নিঃশেষ।
আমার একার হৃদ পুকুরে ভাসি প্রতিদিন
আমার জলে আমিই ডুবি, করি দুঃখ ঋণ
বিধির গড়া এই দরিয়ায় উত্তালপাথাল ঢেউ
শক্ত হাতে হাল ধরেছি আমার যে নাই কেউ।
১৪.১২.২০১৮
শাহ্জাদা আল-হাবীব