ভুলে যেতে হবে বলে
কখনো তো কাউকেই ভালোবাসিনি
শুধু বিধাতা জানেন,
অঙ্কুরে হয়েছে কতো প্রেমের সমাধি।

চলে যেতে হবে বলে
কখনো কাউকে অপেক্ষা করতে বলিনি
ধ্রুপদী কৃষ্ণগহ্বরেরা জানে,
অকালে কবর দেওয়া অভিমানের গভীরতা।

মরে যেতে হবে বলে
'বোহেমিয়ান র‍্যাপসডি' রচনা করি নিত্যদিন
মাড়িয়ে আসা প্রতিটি ধূলিকণা জানে
কতো বন্ধন ছেড়ে পাহাড়ে এসেছি আমি।

শাহ্জাদা আল হাবীব
০৭.০৬.২০১৯