তোমাদের যে প্রেমে মাখা থাকে ঈর্ষা;পরশ্রীকাতরতা
তোমাদের যে প্রেমে বুনা হয় অহংকারের বীজ,
তোমাদের যে প্রেমে ভেসে উঠে কপটতা
তোমাদের যে প্রেমে লেগে থাকে 'কিন্তু'
সে প্রেম আমি চাইনে।

যে প্রণয় নিয়ে আসে ধ্বংস, চূড়ান্ত পতন
যে চক্ষু সূর্যকে ঢেকে রেখে পথ দেখাতে চায়
যে বলে, " আমাকে দেখ; আমার মত হও!"
তা আমি চাইনে।

যে জীবন মৌমাছি কিংবা পিপীলিকার
যে জীবন স্বজাতির দাসত্বের,
যে জীবন তোষামোদের
যে জীবন আত্মার পরাধীনতার
সে জীবন আমি চাইনে।

অবশেষে আমি জেনেছি, স্রষ্টাকে ছাড়া জীবন মূল্যহীন
স্রষ্টার চেয়ে সৃষ্টির প্রতি অধিক মায়া হল প্রতারণা
অবশেষে আমি জেনেছি, প্রভুর স্মরণে আসে মুক্তি।

শাহ্জাদা আল হাবীব
১৪.১১.২০১৮