কার জন্য পুড়ছি রোজই পুড়ছে শহয় ট্রয়
এক হৃদয়ে হচ্ছে ক্ষরণ, হচ্ছে কত ক্ষয়
মেঘবালিকার খোঁজে হৃদয় হন্য হয়ে রয়
দাবানলে পুড়ছে ঠিকই, আর কত সয়।
বকুল ফুল, জুঁই চামেলি গোলাপ গন্ধরাজ
কোন কাজেই মন বসেনা, মন উদাসী আজ
একলা আকাশ, একলা নিশি একলা জেগে রই
একলা একা আর কতোকাল থাকবো বলো সই।
দূর আকাশে উড়ছে দেখো কত কালো মেঘ
এসব দেখে বাড়ছে আবার ঘুর্ণি-বায়ুর বেগ
বেদনার রঙ আকাশের রঙ মিশে একাকার
তোমার জন্যই উদ্দামতা; বাড়ছে হাহাকার।
কি কারনে নিখোঁজ হলে একলা আমায় ফেলে
কোথায় তুমি হারিয়ে গেলে, ভুললে কিসের ছলে
তুমিহীনা ভীষণ অসুখ, ভুগছি প্রেমের জ্বরে
ক্যালেন্ডারে দিন গুনছি ফিরবে কবে ঘরে।
শাহ্জাদা আল-হাবীব
২০.১১.২০১৭