এক যে ছিলো একটি মেয়ে
মায়াবী চোখে থাকতো চেয়ে।
বাবা-মায়ের বড়ো আদরের
চোখের মণি সহোদরের।
থাকতো সে তো কৃষ্ণপুরে
ঘুরতে বেরোতো ভরদুপুরে
ভীষণ ভালো মিষ্টি মেয়ে
মেঘ কুড়াতো অবাক হয়ে!

মেলায় যেতে ভীষণ শখ
খেতে চায় সে ঝাল-টক!
কিনলো সেদিন বাহারি চুড়ি
হাতে নিলো রঙিন জুড়ি
চড়েছে সে নাগরদোলায়
চিত্ত তাহার নৃত্যে ভুলায়।

চোখের ভিতর লুকায় মায়া
মাড়ায় না সে কারো ছায়া
দেখতে বাকা ঠোঁটের হাসি
শত ছেলে রাজি পরতেও ফাঁসি!


শাহ্‌জাদা আল-হাবীব
৩০.০১.২০১৮