পাথুরে পৃথিবীতে জং ধরা মন
জমাট বাঁধা ব্যথা গুনে দিন-ক্ষণ
হতাশার চাদরে ডেকে যায় রবি
অর্থহীন হয়ে উঠে চারিদিকের সবি।

কালো মেঘে ঢেকে থাকে আপনার মুখ
সুখ খুঁজি, সুখ নেই, কোথায় পাবো সুখ
যান্ত্রিক এই নগরে যান্ত্রিক মানুষের বাস
এসব দেখে উঠে আমার দীর্ঘ নাভিশ্বাস।

দিন আসে দিন যায়, শুধু দিনেই আনাগোনা
এতো দিন এলোগেলো তবু নেই জানাশোনা
কতো কথা বলে বেড়ায় কতো যে মানুষ
তবু একা একা বসে উড়াই স্বপ্নিল ফানুস।

শাহ্‌জাদা আল-হাবীব
১৪.০৪.২০১৮