কথা কওয়ার কত মানুষ, দুঃখ কওয়ার মানুষ কই?
দুঃখের কথা কওয়া যাইবো, এমুন মানুষ কই সই?
কইলজা যেন ইটের ভাটা, কয়লা জ্বলে আগুন
শইল জুইড়া জোয়ার উঠে, আইবো কবে ফাগুন?
কালবৈশাখী আনলে তুফান, পরান কি আর সয়?
বুকের ফোরাত দজলাতে কেবল বিষাদ তরী বয়।
মাইজ নিশিতে কোকিল ডাকে, কাড়ে সাধের ঘুম
মাতাল হইয়া পুবের হাওয়া আঁকে চোখে চুম;
মাইনষে কয়, হইছি পাগল; জগত-সংসার গ্যাছে
বেবাক মুখের বেবাক কথা শুনতে আছি পাছে।
চান্নি পসর রাইতে ভাসে রুপালি বাটির চাঁদ
হুতুম পেঁচা গাইতে থাকে কাঁদ নদী কাঁদ;
পোড়া পরান জপতে থাকে হিরণবালার নাম
স্বর্গ মর্ত্য পাইনসে লাগে; তা হোক না যতই দাম।
পিরিত যারা করছে তারা বিষাদ কেবল পায়
বিশদ বিষাদ স্কন্ধে লইয়া চপল পায়ে ধায়;
মাতাল হইয়া পইড়া থাকি, ধরছি কালা সুরা
পিরিত একবার ভাইঙ্গা গেলে, নাহি কি লাগে জোড়া?
২৩ এপ্রিল ২০২০