হৃদয়পুরে আগুন জ্বলে, পুড়তে থাকি রোজ
মাসের পর মাস চলে যায়, কেউ রাখে না খোঁজ
বিষাদ বিকেল, বিষাদ সন্ধ্যে, বিষাদ মাখা রাত
বিষাদময় ধরণী আমার, বিষাদী হয় প্রাত
বিষাদ নদী, বিষাদ সাগর, বিষাদ হলো আকাশ
বিষাদ হৃদয় নিঃশব্দে কাঁদে, করেনা প্রকাশ।

প্রতিদিনই চলতে থাকি, চলছি বিষাদ মেখে
পতিত মন হয় যে বিষাদ, শুণ্য হৃদয় দেখে
ভোরের রবি উঠে যখন নদীর ওপর পাড়ে
একাকী প্রাণে বিষাদ তখন কেবল আরো বাড়ে।

এই শহরের হাজার চোখে কতো বিষাদ মাখা
তবুও মুখে হাসি রেখে হচ্ছে সবই ঢাকা।
আগুন লেগে সব পুড়েছে, চলছে এখন খরা
তারো উপর যোগ হয়েছে তোমার অবহেলা।


শাহ্‌জাদা আল-হাবীব
১০.০৪.২০১৮