কাঠ ফাটা ঐ নিরাক রোদে পুড়ে দিশেহারা
খরায় খেলো নদীর পানি ঢেউ যে সর্বহারা
ছিলো ভীষণ উত্তাল ঢেউ এখন সবই ফাঁকা
নিরাবরণ গগন স্লেটে শুধুই বিষাদ আঁকা
নিরুদ্বিগ্ন দিবস গত, ঝড়ের ডঙ্কা বাজে
নয় নম্বর বিপদ সংকেত বুকের গভীর খাঁজে।

প্রজ্বলিত দীপের শিখায় পুড়ছে প্রতিপত্তি
দ্বিধা অহম প্যাকিং করে হও না অগ্রবর্তী
ভর দুপুরে বিদ্যায়তনে হাঁটছি পাশাপাশি
এই বসন্ত মিষ্টি ভীষণ আসো কাছাকাছি।

শাহ্জাদা আল হাবীব
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়
১১.০৩.২০১৯