তাদের ভবিষ্যৎ ঠেলে দিয়ে অন্ধকারে
যাচ্ছো কোথায়? পাচ্ছো খুঁজে ঠারেঠোরে
কোথাও কি আলোর দিশা?
নাকি প্যাঁচার ডাক শুনছ ঘুমের ঘোরে?
রোগ ব্যাধি যখনি বিছার মতো দিচ্ছে কামড়
সুচিকিৎসার অভাবে ঘিরে ধরছে অঘোরে জ্বর
ভাবছো, বিকারের এ কী পরিণতি?
রোগ মুক্তি হবে কি? শরীর কাঁপছে থর থর?
তুমি তো ভবিষ্যৎ প্রজন্মকে ঠেলেছ অন্ধকারে
খিল এঁটেছো সুযোগ্যদের ভবিষ্যতের দুয়ারে
সমাজ সুচিকিৎসক আর পেলো কোথায়?
যথাযথ চাষাবাদের অভাবে মেধাও গেছে মরে।
অযোগ্যদের এগিয়ে দিলে সুচিকিৎসক হতে
লেনা দেনা মিটিয়ে নিয়েছ অন্ধকার কুটিরেতে
এখন এগোনো দায় অযোগ্যদের পিছন টানে?
রোগে ভুগলেও সুচিকিৎসা জুটছে না বরাতে?
ভেবেছিলে চাতুর্যে কড়ির বোঝা যদি লোটা যায়
সমাজ সাগরে ডুবলেও তোমার কী আসে যায়?
ভাসিয়ে তরী পৌঁছে যাবে আলোর বাণে
সুখ সাগরে সারা জীবন ভেসে বেড়াবে নির্দ্বিধায়।
এখন এই সমাজটা ডুবেছে নাকি কাল সাগরে?
কে জানে, হয়তো অতল জলে ডুবে যেতে পারে
ভাবো, সমাজকে তুলে আনার সামর্থ্য আছে কি?
নাকি সেটি গভীর সাগরে ডুবে থাকবে চিরতরে।