নমো নমো নমো বলছি যখন এ মাটি ছুঁয়ে
রোজ যাচ্ছে সে ভাইয়ের মায়ের রক্তে ধুয়ে।
সে মাটিতে মাথা ঠেকিয়ে বারেক প্রশ্ন করি,
‘স্বাধীনতা যেটুকু পেয়েছি সব গিয়েছে চুরি?’

একটুকু যদি অবশিষ্ট থাকতো, সেও হতো
সেখানে বসে বুকের কষ্টটুকু জুড়ানো যেত।
জল্পনা চলতেই পারে সেটি আর হলো কই?
একথা জানা ভালো, ‘নেপোয় খেয়েছে দই।’

তাকে টেনে ছিঁড়ে খেতেও পড়েছে মহা ধুম
অসহ্য,বুকে দাউ দাউ করে জ্বলছে আগুন।
যতই চেষ্টা করো সেই আগুন নেভানো ভার
জল ঢালবে তাতে? ক’জন বলছে খবরদার!

এ দেশ ছেড়ে চলে যা, তোকে নেই দরকার।
বলছে তারা যেন, তারা-ই দেশের ভাগীদার।
তারা-ই এ দেশে মুনাফার লোটার কারবারি
তবু আমরা আজও তাদের নিয়েই গর্ব করি।

সেসব দেখেও জনগণ আঙুল চুষতেই ব্যস্ত  
এসব নেতারা বুঝেছে নাকি জনগণের কষ্ট?
ভোট এলেই তারা জনগণকে দেয় সুড়সুড়ি
ভোটে জিতে কোমল সজ্জায় খায় গড়াগড়ি।

‘বুকের এ দহন যন্ত্রণা আর কত সইতে হবে?’
প্রশ্ন করে কাকাতুয়া, এরপর উত্তর কী দেবে?
‘কোন ধাতুতেই গড়া এবং কতটা তারা খাঁটি?
আর কতটা লুটে খাবে আমার দেশের মাটি?’