মনে পড়ে?
চলতে গিয়ে পথে হোঁচট খেয়ে
খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছিল যখন উন্নয়ন
চালক উন্নয়নের গতি বজায় রাখার অক্ষমতায়
ক্ষিপ্ত হয়ে উঠেছিল বহু জনগণ।
অধীর আগ্রহে দীর্ঘক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে
বুঝলে স্বার্থসিদ্ধির সুবর্ণ সুযোগ ঘনিয়ে এসেছে।
যোগ্য প্রতিযোগীও আর কেউ নেই ধারে কাছে।
ঠিক তখনি উত্তরীয় গলায় জড়িয়ে দৌড়ে এসে
রাজপথে ক্ষুব্ধদের জনস্রোতের সামনে দাঁড়িয়ে
বাড়িয়ে দিয়ে তোমার মুষ্টিবদ্ধ ডান হাত
আওয়াজ তুললে উন্নয়নের
অদক্ষ চালক নিপাত যাক।
রোগ-ব্যাধি সারিয়ে তোমরাই ছোটাবে উন্নয়ন।
বললো কাকাতুয়া, রোষাগ্নি জ্বালানোর হলো সূত্রপাত।
আজও ক্ষোভে জনগণ জ্বলে ওঠার সময় হলে
তুমি বজায় রাখো সেই ধারাপাত।
বলছে পাখি, প্রদোষ কালে কেউ কেউ
এসব করে তাদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে
আর আগুনেও ঘি ঢালে স্বভাব দোষে।
এখন ঠেলাগাড়ির গতিও জুটছে না।
'উন্নয়ন' কাঁদছে বসে পথের ধারে ফুটপাতে
তাকে দাঁড় করানোও যাচ্ছে না কোনমতে।
বুঝলে আবার হচ্ছে জনরোষের সূত্রপাত
তাই এখন নামলে কি করতে উন্নয়নের মুণ্ডপাত?