শোন রে, বাগদেবী সরস্বতী!
মোটেও বুঝি না তোর মতিগতি!
মনে জেগেছে কি মর্তে পূজিত হওয়ার ইচ্ছা?
নিস্প্রদীপ ঘরে কি করে জ্বালাবি জ্ঞানের বাতি?

পড়েছে কী দিনকাল তোকে কি করে বোঝাই?
যদিও চেষ্টার কোনোও ত্রুটি রাখি নাই
আজও পূর্ণ হয়নি সাধের লক্ষীর ঘড়া
ক’জন ব্যস্ত, বাড়া ভাতে দিতে ছাই।

তাই বাগদেবী সরস্বতী
হলেও তোর ভয়ানক দুর্গতি
পরিস্থিতির কথা ভেবে পথ থেকে সরে দাঁড়া
করতে যাস না মা লক্ষ্মীর অমূলক ক্ষতি।

তাতেও যদি তোর না থাকে সায়
কখন কী যে ঘটবে, বোঝা দায়!
যদি ভাবিস তবুও এখানে আসবি
তবে আয় সশস্ত্র পুলিশ প্রহরায়।