করছো টা কী? চলছে খেলা, না যুদ্ধ?
এই ব্যাপারস্যাপার একেবারে দুর্বোদ্ধ।
দড়ি টানাটানি? এখনো কোমরে দড়ি বাঁধোনি কষে?
যাচাইও করোনি শক্তিতে প্রতিপক্ষ কোথায় আছে?
প্রতিপক্ষ, এখন বেশ তো দড়ি টানছে
ভাবখানা, ওরা জয় নিশান উড়িয়ে ফিরতে এসেছে।
বাঃ রে, এখন তুমি যাচ্ছ হেরে
তবু বলছো, ‘এতো ভাবনার কি আছে?’
কে জানে, রহস্যজাল কোথায় লুকানো আছে!
দেখে তো মনে হয়, তুমি বেশ আছো মশগুল
হয়তো রহস্যজাল ভেদ করতে করছি ভুল।
হতেও পারে চলছে এখন সত্যিকারের যুদ্ধ
ঠিক যেমন পলাশীতে লর্ড ক্লাইভ ও সিরাজে
যেহেতু তুমি লর্ড ক্লাইভের মতো স্বভাবে
মগজে বুদ্ধি যা আছে সেও লাগাও কাজে
দাবার চালও দিতে পারো বেশ ভেবে
ঠিক বুঝেছ, এ দেশে মীরজাফর কি কম আছে?
ওরা হয়তো মুখোশ পড়ে আছে
প্রতিপক্ষ দলেও মিশে থাকতে পারে
দরদাম করে কড়ি ফেললে ওদের মিলতে পারে।
ওদের সওদা করতে নেমেছ জানলে
ওরা তোমার কাছে ছুটে আসবে তড়িঘড়ি
দলবদলুরা পালটি খেতেও রাজি হবে
লোভের বসে পা ধরে মাটিতে খাবে গড়াগড়ি।
তখন বুদ্ধিতে মাত করে প্রতিপক্ষকে
ধোঁকা দিয়ে যুদ্ধে জিতে যাওয়াও সহজ হবে।
এ যুদ্ধে কে জিতবে, আর কে হারবে?
এ নিয়ে দড়ি টানাটানি চললেও কী
লর্ড ক্লাইভ ও সিরাজে?
দলবদলুরা থাকবে বেশ খোশমেজাজে
ওরা করবে না মোটেও গা-জোয়ারী
দড়ির রাশ আলগা করে থাকবে বসে
ভাবখানা, সিরাজ হারলেও ওদের কী যায় আসে?
সিরাজের বাধা গোলাম রাশ আলগা করলে
নবাব কি আর জিততে পারে?
এই ভেবে যদি পথে পা বাড়াও, তোমার যা দক্ষতা
কে জানে, কেউ কি তোমাকে আর হারাতে পারে?