কী কাণ্ড করে ফেলেছ সেটাই এখন ভাবছ নাকি?
ভাবছো নাকি ভুলের মাশুল এখন দিতেই বাকি?
কে বলতে পারে কত ব্যাপক হবে এর ক্ষয়ক্ষতি?
বুঝতে বাকি ভুলের মাশুল দিয়ে নিষ্কৃতি পাবে কি?

চেনার ভুলে বাজার থেকে কিনে এসেছ বুনো ওল
কেনার সময় থেকেছো বোধ হয় আনন্দে মশগুল।
এখন পাচ্ছ ভয় রান্না করে খেলে যদি ধরে গলায়!
ঝেড়ে ফেলো সে ভাবনা, তৈরি আছে বাঘা তেঁতুল।

আদতে সেটি বুনো ওল গিন্নি-মাকে বলতে হবে না,
সবুর করো, তাকে বুনো ওল চিনিয়ে দিতে হবে না।
বলতেও হবে না রান্না করার সময় করতে হবে কী?
হাতে নিলে ঠিক বুঝে যাবেন সেটি বুনো ওল কিনা।

বলি, খেতে বসে ওল দেখে থেকো না মোটেও ভয়ে
দেখো, গিন্নি-মা সেটি রান্না করবেন বেশ রয়ে সয়ে
রান্নাঘরে তেঁতুল আছে তাই গিন্নি-মার আর ভয় কী?
গালে ধরবে? তাকে জব্দ করবেন বাঘা তেঁতুল দিয়ে।