রাজা নিরো, ভাবছি তোকে এখন কী যে বলি!
রোম দাউ দাউ করে জ্বলেছে যখন কোথায় ছিলি?
তোর প্রজাদের সর্বস্ব পুড়ে হলো ছাই
তবু সেখানে একবারও তোর দেখা নাই
তুই কি প্রজাদের কথা একেবারে ভুলে গেলি?
রাজা, গলা ছেড়ে চিৎকার করে পাইনি সাড়া
যাদের পুড়েছে ঘর তারা এই সময় দিশেহারা
তুই এখানে বসে আনন্দে বাজাস বাঁশি
অথচ তাদের গলা চেপে ধরছে সাঁড়াশি
মনে প্রশ্ন জাগে তুই হয়েছিস কি বিবেকহারা?
ঘরদোর পুড়েছে যাদের তারা তো তোর প্রজা
তবু দূরে সরে আছিস দিতে কি তাদের সাজা?
রাজা হলে এ কাজ কি কারো সাজে?
তোর এ কর্ম দেখে লোকে মরে লাজে
তবু এই যদি তোর মনে চায় তবে বাঁশি বাজা।