ছলাত ছলাত শব্দ করে দাঁড় বেয়ে হলো কী!
কে জানতো, হতে হবে এমন ঝড়ের মুখোমুখি।
নাও এর গায়ে একে একে আছড়ে পড়বে ঢেউ,
এমন এক সময় আসবে যখন সহায় সম্বলহীন,
ধারে কাছে থাকবেও না কেউ।
তবু থেমে না থেকে বাইতে হবে দাঁড়। অন্তহীন
পথ, সামনে যদিও অন্ধকার। হাল ছেড়ে রাখার
থাকবে না উপায়, কেননা হাল ছাড়লেই টিকে
থাকা দায়। ঝড়ে নাও কোন চরে গিয়ে ঠেকবে,
কে জানে, তার ঠিকানা!
বাইছি নাও, হঠাৎ কী যে হলো এই নাও খানি
বাইতে গিয়ে মট শব্দ করে ভেঙেছে হাল।
বেহাল দশা! তরী বাইবো আছে আর উপায়?
অগত্যা বসে আছি হালভাঙ্গা নৌকায়।
ঢেউ নৌকার গায়ে আছড়ে পড়ছে একে একে।
দুলছে তরী, কে জানে, যাচ্ছে কি নিরুদ্দেশে?
দেখি, কোথায় গিয়ে ঠেকে অবশেষে!
আকাশ ঢেকেছে মেঘে, অন্ধকার চারিদিকে।
হঠাৎ কী যে হলো! ধাক্কা লাগলো বেশ জোরে।
তবে নাও খানি বেঁধেছে কি চড়ে?
বোঝা দুষ্কর কোথায় ঠেকেছে এই অন্ধকারে।
কী নাম তার? এই অন্ধকারে জিজ্ঞেস করি কাকে?