যখন পিছিয়ে যারা কোটা দাবি করেছে
গৃহীত পদক্ষেপ কতখানি কাজে এসেছে?
মনে প্রশ্ন উঁকি মারে পদক্ষেপ কি যথার্থ
যখন দরিদ্র দেশ মাতার সীমিত সামর্থ্য?

শিক্ষাঙ্গনে করেছিলে বটে বৃত্তির ব্যবস্থা
তাদের জন্য পৃথক বন্দোবস্ত না হওয়ায়
অন্ধকারে হাতরে বেড়ানোর মতো তাদের
লড়তে হয়েছে এক অসম প্রতিযোগিতায়।

অনেক করলে বটে তাদের নিয়ে পরীক্ষা
বারংবার ব্যর্থ হয়ে নিয়েছ কতটুকু শিক্ষা?
আসতে পারেনি অন্যদের সাথে সম মানে
তবু সেই পরীক্ষা বজায় রেখেছ সেখানে।

কর্মক্ষেত্রে তাদের এগিয়ে দিতেও চেষ্টা
সারা দেশে চালু করলেও কোটা ব্যবস্থা
পরিণামে ছুটন্ত ঘোড়া এগিয়েছে কতটা?
তোমার দীর্ঘদিনের চেষ্টা হয়নি তো বৃথা?

জানতে ইচ্ছা করে ঘোড়দৌড়ের পরিণতি
প্রতিযোগি এ দেশের হয়েছে কোনো ক্ষতি?
বেড়েছে কি রথের জোরে ছোটার সামর্থ্য?
দাঁড়িয়ে পড়ছে না তো সামনে দেখে গর্ত?

কোটা ব্যবস্থা করে কতটা সাফল্য পেলে?
চাকরির ক্ষেত্রে সেই সময় কি ভেবেছিলে?
ভেবেছিলে, মেধার যথার্থ গুরুত্ব না দিলে
বিশ্বে প্রতিযোগিতা দৌড়ে পড়বে মুশকিলে?

স্বাধীনতার পরে অনেক বছর তো কেটেছে
এ দেশের ভার বইবার সামর্থ্য কত বেড়েছে?
নিশ্চয়ই এসময় ভেবে দেখার সময় হয়েছে
এ বিষয়ে থেকো না মোটেও চুপ করে বসে।