ওই যেখান থেকেই আসছে কালো টাকার গন্ধ
যেসব স্থান ঘিরে বসে রয়েছে কতগুলো পাষণ্ড
লকলকে জিভ ক্ষুধার্ত সারমেয়দের মতো
চেষ্টাও করে না জিভটাকে রাখতে সংযত
সেখানে তারা খুঁজছে নিয়ত তাদের জীবনানন্দ।
দিয়েছে তারা কত যে বেকারের বাড়া ভাতে ছাই
সেই হিসাব কি রাষ্ট্রনেতাদের কাছে পৌঁছায় নাই?
দুষ্কৃতিরা সরিয়ে ফেলেছে নাকি দস্তাবেজ
ফাঁকা করে রেখেছে তাদের সব শোকেজ
একাজ করতেও নাকি তাদের বিবেকে বাঁধে নাই।
চারিদিকে শোনা যায় বহু নেতার ঘুম কাটে নাই
দুষ্কৃতিদের সাথে অনেকের সখ্যতার অভাব নাই।
থাকতো যদি চারিদিকে যথাযথ নজরদারি
সাহস পেতো কেউ করতে ভাবের ঘরে চুরি?
নেতাদের শীতঘুম কাটবে কবে সেটি বোঝা দায়।