পড়েছি রেমালের তাণ্ডবে
তরী ভাসিয়ে ভাবিনি এমন দুর্যোগে পড়তে হবে।
স্বভাবে ভয়ংকরী ধ্বংসযজ্ঞে হয়ে মত্ত
দেখালো চন্ডালিনীর মতো তান্ডব নৃত্য
ভয়ংকরী তরী ভেঙে করলো খান খান
নিরুপায়, প্রাণ বাঁচাতে তৎপর হয়ে
বাঁচার মোহে ভয়ানক কষ্ট সহে
ভাঙা তরী দু'হাতে আগলে ধরে ভেসেছি জলে।
'বাঁচাও, বাঁচাও' বলেও করেছি চিৎকার,
ফিরে পেতে চেয়েছি বাঁচার অধিকার।
দেখেছি আমি শুধু একা নই
অজস্র মানুষ ও গবাদিপশু ভাসছে অথৈ জলে।
ঘূর্ণিপাকে পড়ে যখন খেয়েছি হাবুডুবু
ভেবেছি আর রক্ষা নাই, হতে হবে কাবু
তখনি পড়েছি ক'জন দেশ সেবকের নজরে
দুয়ারে ভোট, ব্যস্ত তারা সরকার গড়ার কাজে
দুয়ারে দুয়ারে ভোট কুড়তেই রয়েছে মজে
এসময় কি আর সাহায্যের হাত বাড়াতে পারে?
একবারও দুর্গতদের দিকে তাকায়নি ফিরে।