দেখছি চেয়ে স্বপ্নের এক দৌড় প্রতিযোগিতা
চাক্ষুষ না করলে বোধ হয় এ জন্ম হতো বৃথা
জয়ের লক্ষ্যেই মরণপণ ছুটছে প্রতিযোগীরা
কেউ হার মানতে চায় না সোজাসাপটা কথা।

দৌড় দৌড়, ছুটছে সব প্রতিযোগী রুদ্ধশ্বাসে
শুরু থেকেই চাহিদা ও লালসার দৌড় জমছে
উদগ্রীব তারা জয়মাল্যটি নিজ গলায় পড়তে
স্বপ্নের এই দৌড়ে লড়ছে বেশ কোমর কষে।

ভাবছি কে জিতবে? কার উপর রাখি ভরসা?
লম্বা পা ফেলে প্রচন্ড জোরেই ছুটছে লালসা
চাহিদার চেয়েও কয়েক ক্রোশ এগিয়ে গেছে
পিছিয়ে পড়ে চাহিদা একেবারেই কোণঠাসা।