বলতো ক'জন সমাজটাতে ঘুন ধরেছে
ঘুন পোকা কিছু বাদ রাখেনি সবই খেয়ে গেছে!
সমাজটা এখন কঙ্কালের মতো দাঁড়িয়ে
তবু যুবশক্তি কি এই করুন দৃশ্য দেখবে বসে?

দীর্ঘদিন বজায় ছিল নাকি সেই ধারাপাত
সূত্রপাত আঙ্গুল কেটে হয়েছে যেন সামান্য রক্তপাত
রক্ত বন্ধ করে কষ্ট লাঘবের প্রচেষ্টা না-চালিয়ে
কারো কি আঙ্গুল কেটে বাদ দেওয়ার জাগে সাধ?

যুবশক্তি দীর্ঘকাল সেই প্রচেষ্টা চালিয়ে গেছে
পরিবর্তিত পরিস্থিতি মানাতে ক্রমাগত পিছিয়েছে
তবুও তাদের সমস্যার সুরাহা হলো কী?
বরং পিছতে পিছতে দেওয়ালে গিয়ে পিঠ ঠেকেছে।

ভেবেছিল অনেকে দেশে বিপ্লবীতে টান পড়েছে
জনস্বার্থে গণতান্ত্রিক বিপ্লব করতেও ভুলে গেছে।
শাসক, ভেবেছিলে নাকি বজায় থাকবে এই ধারা?
অভিধান থেকে বিপ্লব শব্দটা একেবারে মুছে গেছে।

বলা দুষ্কর, কেন যে সবার ঘুম কেড়ে নিলে?
সমস্যার সুরাহার আলোচনা থেকেও পিছিয়ে গেলে
যুবশক্তি বাধ্য হয়েছে নামতে রাজপথে
প্রবীণেরা ভাবছে বসে কেন এই দুঃসাহস দেখালে?

শাসক, কোন স্বার্থ আগে? দেশ না ঘুন পোকাদের?
কেন স্বার্থ দেখতে যাচ্ছো সমাজের অনিষ্টকারীদের?
ভাবো বসে, তোমার মতিভ্রম হলো কি?
ভেবে দেখো, দেশের উন্নয়নে স্বার্থ দেখবে কাদের?