অনেক হয়েছে, বনবন করে উড়লে তো এতক্ষণ।
এখনো কি উড়তে বাকি? উড়তে চাও আর কতক্ষণ?
এখনো হয়নি স্বপ্নপূরণ? সাধ অপূর্ণ থেকেছে?
দেখছ কি সূর্য দিগন্তের দিকে পা বাড়িয়েছে?
চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে।
এরপরও উড়তে চাইলে বেগতিক হওয়ার সম্ভাবনা দাঁড়িয়েছে।
পড়তে পারো খানাখন্দে, অন্ধকূপে কিংবা সলিলে,
তখন কী দাঁড়াবে, কে জানে, কী আছে ভালে!
তাই আর দেরি নয়
খেলা সাঙ্গ করার হয়েছে সময়।
এবার লাটাইয়ে সুতো গুটিয়ে আনার পালা।
সুতো ধরে টানলেই চলে এসো। করো না অবহেলা।