যৌবন, শুয়ে বসে ঘুমিয়ে কাটানোর সময় নয়
তার, পরিবার ও সমাজের কথা ভাবার সময়।
যৌবনে এই বোধ মনটাকে কুঁড়ে কুঁড়ে খায়
সমাজ কী শিক্ষা দিয়েছে? নিজেই অসহায়!
শিক্ষার পরে কর্মের অধিকার গেছে কি চুলায়?
অন্তরে মৌমাছির মতো কী যেন করে গুনগুন!
তাকে বোঝাই কি করে দারিদ্রতা করেছে খুন!
বেকারত্ব ঘোচাতে নামতে গিয়েও পথে
বারবার হোঁচট খাই সমাজের চৌকাঠে।
বুকের ভেতরে দাউ দাউ করে জ্বলছে আগুন।
কর্মসংস্থানে যোগ্যতার প্রমাণ দিয়েও হলো কি?
বেকারত্বের জ্বালা যে কত কেউ বুঝেছে নাকি?
‘অদৃশ্য হাতের কথা’ কারোর অজানা নয়
সে হাত গোটাবে কি?- মনে জাগে সংশয়
সমাজ, ওদের চোখে আঙ্গুল দিয়ে দেখাবে কি?
জীবনে স্বনির্ভর হতে চেয়েও বহু প্রতিবন্ধকতা
যথেষ্ট টাকার অভাবে সেই চেষ্টাও হয়েছে বৃথা।
আহত সৈনিকদের উপর রাষ্ট্রের দায়?
‘সুরক্ষা প্রশ্নের মুখে’ কী করে বোঝাই?
সমাজ, সুস্বপ্ন দেখার চেষ্টা করে যাচ্ছো অযথা।