লোভ লালসায় লক লকে জিভ
নিয়ন্ত্রণের সামান্য ইচ্ছাটুকু নাই।
গিরগিটিদের মতোই বেঁচে আছি
সুযোগের প্রত্যাশায় রঙ বদলাই।

লব্য চোষ্য লেহ্য পেয় আরো চাই
সাধ মিটছে না মোটেই যতই পাই।
মানুষ বলেই তবুও করি গর্ববোধ।
কে জানে, এ কোন মনুষ্যত্ববোধ!

যদি কষ্টের বিনিময়ে পেতে হতো
সেই লালসা হয়তো হতো সংযত।
এ কাজে ঘাম রক্ত ঝরালো যারা
তাদের করা যায় এভাবে বঞ্চিত?