ঘন ঘন মেঘের গর্জন শুনছ নিশ্চয়
বোধ হয় এক জায়গায় ওরা থেমে থাকবে না
ভয় হয়, কে জানে কোথায় কখন কি হয়!
কেননা ওরা শঙ্খচিলের মতো মেলছে ডানা।
ঝড় উপেক্ষা করে অমৃতকুম্ভের দিকে যাচ্ছো বটে
কে জানে, কাঁটা বিছানো আছে কি পথে!
কে জানে, কোথায় এই কালো মেঘেদের ঠিকানা
দুর্যোগের আশঙ্কা ফুৎকারে উড়িয়ে দেওয়া যায় না।
যাচ্ছো বটে, যেতে হবে বৈকি গিরিশৃংখল পথে
ওরা অভ্যস্ত যে কোনোও সময় দেখাতে জঙ্গিপনা।
বন্দুকের ট্রিগারে চেপে ধ্বস নামাতে পারে পর্বতে
পথ অবরুদ্ধ করতেও এদের নেই কোনও তুলনা।
মেঘেরা কুণ্ডলী পাকিয়ে এদিকে আসছে বোধ হয়
সতর্ক থেকো, ঘনিয়ে আসতে পারে দুঃসময়
পর্বতে ধ্বস নামলে পড়ে যেতে পারো গিরিখাতে
তখন বেঁচে থাকার পথ খুঁজে পাবে না কোনমতে।