বলছে ক’জন, 'শুনেছ আজব কাণ্ডখানা?
ও বাড়িতে নাকি ভূত দিয়েছে হানা?
কিছুতেই তাকে বাগে আনাও যাচ্ছে না
তার বেয়াদবিতে চলছে গৃহস্থদের জীবন যন্ত্রনা'।
বললো তারা, 'তাই ওঝাও ডাকতে হলো,
সে নাকি ভূত তাড়াতে পারে খুবই ভালো
জুড়ি নেই তার ভূতদের করতে শায়েস্তা
সহজে বাগে এনে করতে পারে কোণঠাসা।
সে এসেই নাকি বাড়ির মাটির গন্ধ শুঁকলো
তারপর মাটি চাপড়ে বললো , বেশ বোঝা গেল
সেই বাড়ির খ্যান্তা পিসিকেই ভূতে ধরেছে
তাকে নিয়ে একেবারে চৌদ্দ তলায় বসে আছে'।
বললো সে, 'তবে আর রক্ষা নেই, ঠিক তাড়াবো,
কিভাবে রাতদিন এতো বেয়াদবি করেছে দেখাবো
যারা আছিস ধারে কাছে, সবাই এখানে চলে আয়
সাথে করে এক মুঠো করে কালো সর্ষে নিয়ে আয়'।
কাকাতুয়া উড়ে এসে বসলো গিয়ে ঘুলঘুলিতে
বললো পাখি, 'এই কাজে সায় নেই কোনমতে
ওঝা, শোনো, কাজ নেই আর সর্ষে আনার
সর্ষেতেও ভূত, সে কি তোমার নেই জানা?'