বলছি, একেবারেই সোজাসাপটা কথা।
জ্বলছে; এ সহজে থামার নয়, জ্বলবেই
রাবণের চিতা এতোই যখন ওদের মনে
লোভ লালসা।
কে জানে ওদের পেটে কি কুমিরের বাসা?
সামনে যা পায়, হা- করে গিলতে বসে আছে।
তালিকা সুদীর্ঘ, এযাবৎ কত কী গিলেছে।
ইডি, সিবিআই তাদেরকে তন্ন তন্ন করে খুঁজছে।
কে কবে দেখেছে তারা আর খাবো না বলেছে?
তারা ক্ষুধার তাড়নায় যেভাবে গোগ্রাসে গিলছে
অগ্নিদেবও তাদের কাছে হার মানতে বসেছে।
বলার আর অপেক্ষা রাখে কি? এইসব সর্বনেশে
সামনে পেলে খাণ্ডব বন সংহার করবে নিমেষে।