বললো ছোট্ট ছেলেটা, ও বুড়িমা, ছাগল পুষছো
বটে ছাগল পোষা তোমার কাজ নয়।
ওদের পুষবে কি মাঠে ছেড়ে দিয়ে?
সেই দায়িত্ব ছেড়ে দিতে হতো রাখালের উপর।
পেয়েছি খবর ছাগল চাষীদের বাগানের বেড়া ভেঙে ভেতরে ঢুকে নষ্ট করেছে তাদের ফসল।
আর যখনি তারা ছাগলকে ধরতে ছুটে গেছে,
ছাগল তাদের দেখেই দূর থেকে পালিয়েছে।
চাষিরা এসেছিল নাকি তোমার কাছে নালিশ জানাতে।
বলেছিল তোমার ছাগল নাকি জড়িয়ে আছে এই
অনিষ্টের সাথে।
দাবি জানিয়েছিল সন্দেহ হলে তদন্ত করে দেখতে।
বলেছিল তারা অপরাধীর সাজা চায়।
তুমিও সেকথায় দিয়েছিলে সায়।
বুড়িমা, তারা বললো যে কথা সেতো অভিযোগ মাত্র,
তার সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত করতে হতো।
অপরাধীর শাস্তির জন্য বিচারের ব্যবস্থা করতে হতো।
কিন্তু, সে আর হলো কোথায়?
মুখে বললে বটে অপরাধীর সাজা চাই,
তদন্তে সহযোগিতা করলে কোথায়?
এ কাজে দিলে কি সায়?
শুনেছি তদন্তের প্রতি পদক্ষেপে করলে বাধাদান,
ছাগলের গলার দড়ি ধরে ঘরমুখো দিলে টান।
তদন্তকারীরা তোমার সহযোগিতা পেল কি?
বিচারের জন্য সেটিকে তুলতে হতো বিচারের কাঠগড়ায়
সেকাজে তুমি সম্মতি দিলে কি?
সম্মতি না দেওয়ায় কে নেবে তার দায়?
দেখছ দর্শকরা বলছে কী?
দেখছ তদন্তে বাধা দান ও বিচারে সম্মতি না দেওয়ায় চাষিরা আঙ্গুল তুলছে কার দিকে?
বলছে, তাদের সাথে খেলেছ নাকি লুকোচুরি।
তারা সন্দিহান তদন্ত ও বিচারে তোমার সদিচ্ছা আছে কি?
সন্দেহ করছে তোমার ছাগল-ই বোধ হয় অপরাধী।
এই প্রশ্নটাও ঘুরপাক খাচ্ছে তাদের মগজে
তোমার ছাগল এই কাজ করেছে কি তোমার প্রশ্রয়ে?