বৃক্ষ,তরতর করে বেড়ে উঠে আশা যোগালে
হয়তো তরুবর হয়ে উঠবে কোনও এককালে
হায়রে, পর্ণমোচীর মতোই করলে কী?
সেই আশা জলে ডোবাতে আছে বাকি?
যাত্রী সহ তরীও ডোবে কাণ্ডারি মাতাল হলে।
শীত আসার আগেই খসেছে তো অনেক পাতা
রূপ-লাবণ্য হারিয়ে হলে একেবারে সাদামাঠা
ঝরবে এবার আছে যা বাদবাকি
নতুন মরসুমে পাতা গজাবে কি?
বৃক্ষ, সেই অভয় বাণী শোনাচ্ছে কি বিধাতা?