দাঁড়াও, অস্ত্র হাতে বাড়াবে না হাত
মেঘদুতের মতো অলক্ষে আছেন, কে জানে,
বিশ্বব্রহ্মাণ্ড নিয়ন্ত্রিত হচ্ছে যার অঙ্গুলি হেলনে
তার সাথে বাধাতে যেও না সংঘাত।
বসুন্ধরার স্নেহলতার বন্ধনে বেঁচে আছে যারা
কেউই অপাঙ্ক্তেয় নয়, বাঁচার অধিকার হারা।
সকলেই বেঁচে আছে তারই অমৃত সুধা পানে
তুমি ব্যতিক্রমী নও, রয়েছ তার স্নেহের বন্ধনে
জেনে রাখো, পৃথিবী শুধু তোমার একার নয়
কারো অধিকার কেড়ে নেওয়াও সমীচীন নয়
বসুন্ধরা তোমাকে দেয়নি শাসন ক্ষমতা
কেন দেখাতে চাও স্বেচ্ছাচারিতা?
হতে যেও না অতিশয় নির্দয়
হয়ো না হিংসাশ্রয়ী ও ধ্বংসযজ্ঞে মাতোয়ারা
করতে যেও না মোটেও রক্ত ক্ষয়
পৃথিবীতে ভোগের অধিকার বেঁচে আছে যারা
তুমিও তার ব্যতিক্রমী নও
কেন ক্ষমতা দেখাতে জনগণের দিকে হাত বাড়াও?
কে দিয়েছে ক্ষমতা কুক্ষিগত করার অধিকার?
আকাশ ঢাকছে মেঘে,সময় হয়েছে ফিরে দেখবার
অলক্ষে আছেন যিনি তার সাথে বাধালে সংঘাত
বিপদ ঘনিয়ে আসতে পারে
জীবন সংশয়ও হতে পারে
বজ্রপাতের মতো ফিরে আসতে পারে প্রতিঘাত।