এই বিশ্বে কম কি আছে রাম ও রাবণের বংশধর?
সেই আদিকাল থেকে যারা পরস্পরে যুদ্ধে তৎপর।
যুদ্ধে উভয়ে করেছে কত সংগ্রাম
পুড়িয়ে ছারখার করেছে কত গ্রাম
ইতিহাস ঘেঁটে দেখি বাদ যায়নি শহর ও নগর।
মানুষ কত কী করতে পারে জাতি ও ধর্মবিদ্বেষে!
রাজনীতির ধ্বজাধারীরাও সুযোগের হিসাব কষে
তারা নামে শান্তির ধ্বজা উড়িয়ে
রোজ জনগণের চোখে ধুলা দিয়ে
নিজেদের ব্যক্তিস্বার্থকে চরিতার্থ করে মজলিশে।
বিশ্বে কত নিরীহ মানুষ মরেছে তাদের অত্যাচারে
আজ অবধি কত রক্তগঙ্গা বয়ে গেছে বারে বারে
মানবতা? তারও মৃত্যু হয়নি কি?
আজও মৃত্যু-মিছিল বন্ধ হলো কি?
হিংসাশ্রয়ীরা আজও তৎপর মানবতার সংহারে।
যদিও মহামানবেরা চেয়েছে মানুষের সেতুবন্ধন
বিশ্ব জুড়ে মানবতার সংকট দেখা দিয়েছে যখন
তবু ঘোচেনি অসুরীয় প্রবণতা
বিশ্বে প্রতিষ্ঠিত হয়নি মানবতা
বরং মনুষ্য নিধন যজ্ঞ অবিরত চলছে এখন।
আজও মানবতার বার্তা পৌঁছায়নি ঘরে ঘরে
প্রকৃতিকে নামতে হবে কি সংহার মূর্তি ধরে?
এখন সেই সময় যেন আসন্ন
একথা বুঝবে কবে সব বন্য
প্রকৃতি ধ্বংসযজ্ঞ স্থায়ী হতে দেবে না কখনো?
এসো এখনি মহামানবদের দেখানো পথ ধরি
হাতে হাত ধরে মানবতার জয়কে সূচিত করি।
সবার বিবেক জেগে উঠুক
মনে শুভবুদ্ধি সূচিত হোক
এসো বিশ্বসংসারে ভ্রাতৃত্ব-বোধ জাগ্রত করি।