কাকাতুয়া উড়ে এসো দিয়েছে খবর
কোন এক দেশের রাজামশাই এসময় ধ্যানমগ্ন।
দর্শনার্থীর সাথে কথোপকথনে বললো তাকে
দীর্ঘক্ষণ কী ভাবছো? মনটা যেন বিষন্ন!
ছটফট করছো কেন হয়নি বোধগম্য?
রাজা মশাই কে কি কিছু বলার আছে?
যদি এসে থাকো সেই উদ্দেশ্যে
অপেক্ষা করো দেয়ালে হেলান দিয়ে বসে।
এখনি কী যেন বললে?
শোনা হয়নি, বলবে আবার!
শ্রাবণশক্তি একেবারে মিঁয়ে গেছে।
জানতে চাইছ তার ধ্যান ভাঙবে কখন?
বুঝলে বাপু, ঈশ্বর আরাধ্য ধন
কে বলতে পারে, তিনি দেখা দেবেন কখন?
তাই সেকথার উত্তর দেওয়া দুষ্কর।
বলছি শোনো, নির্ভরযোগ্য খবরে জেনেছি
দেশ এখন দাউ দাউ করে জ্বলছে
কালো ধোঁয়ায় চারিদিক ছেয়ে গেছে।
সেবিষয়ে তোমার কাছে আছে কি খবর?
যেভাবে ছটফট করছো দেখে তো মনে হয়
রাজা মশাই কে দিতে এসেছ সেই খবর?
দেশ দাউ দাউ করে জ্বললেও করবে কী?
তার ধ্যান ভঙ্গ করতে যাবে নাকি?
বলি, রাজামশাইয়ের নির্দেশ জানো কি?
নির্দেশে বলা আছে, দেশে যখন যাই ঘটুক
কেউ যেন তার ধ্যানে বিঘ্ন না ঘটায়।
এবার ভাবো, ধ্যান ভঙ্গ করা সমীচীন হবে কি?