সামনে গাছ হলে না হয় হতো
তাকে বলা যেত, ‘এমন বেয়াদব দেখিনি কক্ষনো
এদিকে চেয়ে আছো ফ্যালফ্যালিয়ে
ন্যাকা, কিছুই বুঝতে পারছ না যেন।
বুঝবে কবে, এ পথ দিয়ে যাবে রাজাবাহাদুর?
দূর দূর যত্তো সব পথের কাঁটা!
পথ আগলে এখানে না দাঁড়ালেই হতো।
এ পথে যেতে বিঘ্ন ঘটায় সে কি রক্ষা পেতো?
তাকে উপড়ে ফেলতে যখন চোখ উল্টিয়ে থাকতো।
আকাশ পথে এসে যদি এখানে নেমে দাঁড়াতে
হেলিপ্যাড গড়তেও এ কাজ করতে হতো।
বলছি শোনো, মনে করিয়ে দেবো আর কত?
এতকাল কেড়ে নিয়েছ গাছেদের প্রাণ
সবুজ বনভূমি ধ্বংস করে গড়েছ মহাশ্মশান।
বলি শোনো, হয়তো তোমার ভুল হচ্ছে কোথাও।
চশমা পড়ে চেয়ে দেখো, ‘গাছ তো নয়, মানুষ!
তবুও দেখতে যদি কষ্ট হয়, যদি না ফেরে হুঁশ
ছাঁটো হাত পা মাথা
মরলে মরবো একেবারে সোজাসাপটা কথা
অগণিত মানুষকে যেভাবে ছেঁটেছ এতকাল।’
তা না হলে কিভাবে হবে রাজা?