চেয়েছিলে ঘপ করে ধরতে ওই বিড়াল ছানা
হুলু বিড়াল করছি কি সেদিকেও তাকালে না
তোমার এই কর্ম দেখে ফুঁসে উঠেছি রাগে
ভাবছো ছানা ধরে আমাকে আনবে বাগে?
ভাবতে পারো তবে সে কাজটি সহজ হবে না।
আমি যে আঁচড় কাটতে জানি সেও জানো না?
আমার ছানা ধরে নিয়ে যাবে ভাবছো মন্দ না।
সেদিকে হাত বাড়ালে বসে থাকবো নাকি?
তোমার হাতে আঁচড় কাটতে রাখবো বাকি?
আমার ছানা ধরে নিয়ে যাবে সহ্য করবো না।
ওই দেখো না ছানাদের ধরার পরে হলো কী।
ওদের কষ্ট দেখে চুপ করে বসে আছি নাকি?
ঘটনা কোন দিকে গড়ায় নজরে রেখেছি
ওদেরকে ছাড়িয়ে আনতেই ফন্দি এঁটেছি
এখন তোমার শরীরে আঁচড় দিতে শুধু বাকি।