এ বৃক্ষ থেকে ক্রমাগত ঝরছে শুকনো পাতা
কে জানে, ঝরবে কত আর
সেদিকে তীক্ষ্ণ নজর সবার
কুয়াশার ঘনঘটা বয়ে আনছে কি অশনিবার্তা?
আলোর অভাব, চারিদিক ঢেকেছে অন্ধকারে
শুনি শুকনো পাতার মর মর ধ্বনি
অন্ধকারে কে বিচরণ করছে এখনি
কুয়াশার ঘোমটায় কিছুই আসছে না নজরে।
এই নিশাচরের উদ্দেশ্য সন্দেহের উর্ধ্বে নয়
এই সময় সবার নজরে সে করে কী?
কে জানে তার সুপ্ত বাসনা আছে কি?
কেন সে অন্ধকারে বিচরণ করছে এই সময়?