দেখেছি পথ চলতি মানুষগুলোর ঔৎসুক্য দৃষ্টি।
হলো কি জনতার আদালতে? কেন এতো ভিড়?
কেন রাজপথে অজস্র মিছিলে আট থেকে আশি?
কেন সকলে গলা ফাটিয়ে করছে চিৎকার? কেন
বলছে ন্যায্য বিচার চাই।
কাকাতুয়াকে সেকথা জিজ্ঞেস করায় সে একজনকে
নির্দেশ করে বললো, 'অভিযোগ মূলত ওই ব্যক্তির
বিরুদ্ধে, এক দুটি নয়-শত শত।
সে নাকি অন্যায় কাজ করে যাচ্ছে নিয়ত।
তারপরেও সমাজকে রক্তচক্ষু দেখাচ্ছে প্রতিনিয়ত।
সীমাহীন বেড়েছে তার ঔদ্ধত্য।
কেউ তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানালে ভয়,
আদালতে যদি সেটি প্রমাণিত হয়। এই ভাবনায়
সে তথ্য লোপাট করতেও ব্যস্ত।
একবারও ভাবেনি জনগণ সহ্য করতে পারে কত?
সহ্যসীমা ছাড়িয়ে যাওয়ায় এখন তারা হয়েছে ক্ষিপ্ত।
তারা এখন তাকে তুলতে চাইছে জনগণের আদালতে।
পথ চলতি মানুষগুলো সেকথা শুনে দাঁড়িয়ে পড়েছে
এখানে বিচারের অপেক্ষায়।
তারাও শুনে যেতে চায় আদালতের রায় কোন দিকে গড়ায়।