দেখেছো জেলে ভাইরা, শুরু হয়েছে খরা
যেদিকেই তাকাও মাঠঘাট শুকিয়েই কাঠ
খালবিলের জল ব্যাপক হারে উবে গেছে
এই পরিস্থিতিতে সব মাছেরা কুপোকাত।

জল নেই খাবার নেই, ওদের বাঁচাই দায়
কী করে বোঝাই ওরা আছে কী দুর্দশায়!
মাছগুলো ছটপট করছে খিদের তাড়নায়
বাঁচার জন্যই মৃত্যুর সাথে করছে লড়াই।

যাই বলো এটাই মাছ ধরার যথার্থ সময়
ছেঁচে ফেললেই হবে যেটুকু রয়েছে জল।
তারপর মিশ্রীর মতোই কিছু চার বিললে
মাছেরা সেদিকে ছুটে আসবেই অনর্গল।

জানলে যখন মাছ ধরার অভিনব কৌশল
তবে দেরি কেন চলো একাজে নেমে পড়ি
জল ছেঁচে বের করতে হবে না বেশি দেরি।
দেখি জাল পেতে কতটা মাছ ধরতে পারি।

ভোট আসছে, বাবুরা যাচ্ছে ভোট কুঁড়াতে
এ কৌশলটি থাকে যদি তাদেরও আয়ত্তে
তবে ভোটে জেতা শুধুই সময়ের অপেক্ষা
কারো কাছেই চাইতে হবে না ভোট ভিক্ষা।