বড় সংবেদনশীল, তোমাকে নিয়ে বিতর্কে গিয়ে লাভ কি?
নদী বহু ধারায় বিভক্ত হলেও লক্ষ্যে স্থির, যাবেই সাগরে,
ধর্ম, তুমিও লক্ষ্যে অবিচল যাচ্ছ আপন আপন পথ ধরে
যেতে চাইলে যাও, কেউ এ পথ আগলে রাখতে পারে কি?
ব্যক্তিজীবনে থেমে থাকোনি, বহু রাষ্ট্রকেও ছুঁয়ে ফেলেছ
তোমার হাত বড় লম্বা, কে জানে, কতদূরে হাত বাড়িয়েছ।
উদ্দেশ্য যাই হোক, এখন আকাশ ঢেকেছে ঘন অন্ধকারে
বুক করছে দুরু দুরু, কে জানে, গ্রহণ কি শুরু হতে পারে?
এখনি চোখে দেখছি অন্ধকার, ভাবছি পরবর্তীতে কী হবে?
শঙ্কিত, গ্রহণ লাগলে স্থায়িত্ব নিয়ে ও কতদূর গ্রাস করবে!