কোনো বিধির বাঁধন মানলে না?
সংযত হতেও কি শিখলে না?
চারিদিকে আগুন লাগলো যখন
কেন নিরব দর্শক ছিলে তখন?
চেষ্টা করোনি তো আগুন নেভাতে
বরং ঘি ঢেলে দিয়েছ তাতে,
দেখেছ সেটি কতদূর হচ্ছে বিস্তৃত
আগুনের ফুলকি ওঠে কত!
সে দু'বাহু তুলে করেছে গগন স্পর্শ
ধরণীকে ও করেছে বিমর্ষ।
কে, কত সইতে পারে দহন জ্বালা?
ধরনী, সহ্য করো যায় বলা?
সে থাকতে পেরেছে একটু স্বস্তিতে?
পারেনি তার দু' চোখ জুড়তে,
ছাড়ালো নাকি তার সহ্যের সীমা?
তবু সে তোমাকে করবে ক্ষমা?
দেখছো এসময় তার চোখ রাঙানি?
দু' চোখ রক্তে লাল কতখানি!
কত দ্রুত স্পন্দিত হচ্ছে তার ধমনী
রক্তচাপ কত হলো, কি জানি!
নিউরোন ও সহ্য করবে আর কত?
সে এখন বাঁধন ছিঁড়তে উদ্যত।
হয়তো এবার দেনা শোধের পালা!
শোধ করতে পারবে এই বেলা?