সেই যে আঁচল গুটিয়ে দৌড় দিলে
কে জানে, কিসের আড়ালে লুকলে
ডেকেছি গলা ছেড়ে, ‘বৃষ্টি, ও বৃষ্টি
আয় রে ছুটে খেলতে দুজনে মিলে।

গেছে আষাঢ়, শ্রাবণও তৈরি যেতে
তবু কি মন চায়নি ফিরে আসতে?
এখন পাড়া-ঘুমানো নিঝুম রাতি
এসময় বদলেছে তোর মতিগতি?

কী ভেবে কড়া নেড়েছিস দুয়ারে?
এক নিমেষে মন নিয়েছিস কেড়ে।
নিমেষে থেমেছে গ্রীষ্মের দাবদাহ
বিলুপ্ত হয়েছে দুঃসহ খরার আবহ।

ঘুচেছে দেহে ছিল যে দহন-যন্ত্রনা
খরার কবলে পড়ে বুকফাটা তৃষ্ণা।
ওরে বৃষ্টি, আর করিস নারে ছলনা
হাতে হাত ধরে একসাথে খেলনা’।