বটেই তো, নিজের জীবন করলে ধন্য!
এ পৃথিবী যে তোমার একার জন্য নয়,
হয়তো সেকথা হয়নি বোধগম্য।
অদম্য প্রচেষ্টায় যেভাবে নিগড়ে খেয়ে
এ মাটি করলে অন্তঃসারশূন্য, বন্যরাও
হয়তো এই দৃশ্য দেখলে তোমার কাছে
মানবে হার।
অলক্ষ্যে তারা হয়তো তোমাকে জানাবে
ধিক্কার।
জেনো রেখো, তোমার এই বাড়বাড়ন্ত
ঠেকাতে কেউ হয়তো বেড়ে উঠছে এই
বিশ্ব লয়ে, তোমার অলক্ষ্যে।
সে শূলে তোমার বক্ষ বিদীর্ণ করলেও
কেউ কি তাকাবে ফিরে?
শিয়রে সংকট ঘনিয়ে আসছে দেখে
ভেবেছি এভাবে গবগব করে সারাংশ
গিলে খেয়েছে, কে কবে? বসুন্ধরাকে
আগে কে করেছে এমন মরু সাহারা?
ভাবলেনা যারা জন্মাবে পরবর্তী সময়ে,
বাঁচার আশায় আলো, বাতাস ও খাদ্যের
জন্য উদ্গীব হবে, তখন তারা কোথায়
কী পাবে?
লোভ লালসায় মজে এ মাটিকে করলে
অন্তঃসারশূন্য, উদ্ভিদের শিকড় পাবে কি
খাবার? খাদ্যাভাবে হারাবে নাকি তারা
বাঁচার অধিকার?
বলবে, সেই দায় কার?