খেয়েছি। এখন ভাবছি না-খেলে হতো
হতে পারে সেগুলো বাসি ও পচা গলা,
হয়তো তাই গলা ছাপিয়ে উঠেছে ঢেঁকুর
খাওয়ার পরেই শুরু হয়েছে বুকজ্বালা।
স্বস্তি ফিরে পেতে ও বিস্বাদ টি ভুলতে
দু’গালেই পুরে দিয়েছি বটে মিঠা পান
হিসাব তো রাখিনি কত চুন ছিল তাতে,
বোধ হয় সেটি একটু বেশি, বেমানান।
পরিণতি? হয়নি সুখকর, পুড়েছে গাল।
হাতেনাতে ফল ফলেছে হিতে বিপরীত।
স্বস্তি না-পেয়ে করেছি উহ আহ্ চিৎকার
বলছে অনেকে এবার ফিরবে কি সম্বিত?
ওই ঢ্যাং কুড়াকুড় ভোটের বাদ্যি বাজছে
বাবুরা আসতেই পারেন কত কী বিলতে!
লকলক করছে জিভ, লালাও ঝরছে খুব
তখন যারা খেতে দেখেছে করছে বিদ্রুপ
তবুও না-খেয়ে পারি যদি বরাতে জোটে?
পুড়েছেই যখন গাল আর ভয় কী তাতে!