হতে পারে কারো সাথে বেঁধেছে তুমুল বিরোধ
হয়তো নামতে পারো নিতে ভয়ানক প্রতিশোধ
বাঁধাতে ও পারো তার সাথেই তুমুল দক্ষযজ্ঞ
চারদিকে জ্বলছে যে দাবানল এ বড়ই দুর্ভাগ্য।
কী ভেবে কোন্ সুরের মূর্ছনায় নিজে ভাসলে?
কেউ কি কারো জাতীয় পতাকাকে পায়ে দলে?
হায় রে, একাজ করতে আদৌ বিবেকে বাঁধেনি!
কর্মফল কী অপেক্ষারত সেই বার্তাও শোনোনি?
কৃতকর্ম নয় কি তার দেশমাতৃকাকে অপমান?
কেউ কি করে কারোর দেশমাতৃকাকে অপমান?
এ কাজের দরুন বেড়েছে কি নিজেরও সম্মান?
চেয়ে দেখো চাঁদের হাসি আজ কতটা ম্রিয়মাণ।
মর্যাদা বাড়াতে পেরেছ কি নিজ দেশ মাতৃকার?
বরং এই কাজে বোধ হয় জুটছে অশেষ ধিক্কার।
এ সময় ফিরে পেতেও পারো কাজের প্রতিদান
তোমার দেশের সম্মানটুকুও থাকবে কি অম্লান?