ব্যাকটেরিয়াজনিত রোগ ক্রমাগত ছড়াচ্ছে সংক্রমণ?
ভেবেছ এ ধারা রক্ষিত হতে দেওয়া যায় না দীর্ঘক্ষণ
ভেবেছ কোন একটা ব্যবস্থা না করলেই নয়
মন বলছে এদের বংশ নির্মূল করে ফেলা প্রয়োজন।

সেটি হলো নাকি একেবারেই সহজ সরল সমীকরণ
ভেবেছ কি বাস্তুতন্ত্রে তারও থাকতে পারে প্রয়োজন?
তার অভাবে তছনছ হতে পারে খাদ্যশৃংখল
সেটি নির্মূল করার আগে যথেষ্ট সতর্কতা প্রয়োজন।

ক্ষমতার দম্ভে ভেবেছ যা কিছু করার আছে অধিকার?
ভুলেছ কি জীববৈচিত্র্যে সেটিও বাস্তুতন্ত্রের অংশীদার?
সব অংশীদারের আছে কোন না কোন প্রয়োজন
বহু নজির থাকা সত্ত্বেও এখনো বাকি আছে বোঝার?

প্রচেষ্টা চালালে কি গড়ে তুললে সুস্থির সাম্যাবস্থা?
ক্ষতিকর ব্যাকটেরিয়ার প্রতি না-জানিয়ে অনাস্থা?
সাম্য ও সুস্থির অবস্থা গড়ে তোলার লক্ষ্যে
সেইসাথে রোগ সংক্রমণ রোধে যথোপযুক্ত ব্যবস্থা।