শুনুন সভায় উপস্থিত সমবেত ভূপতিগণ
যারা এই সভায় করেছেন আসন গ্রহণ।
হয়তো কারো কারো মন করছে আনচান
দীর্ঘসময় গেল, কখন হবে প্রতীক্ষার অবসান?
সম্পূর্ণ হয়েছে এই সভার সমস্ত আয়োজন
কারো প্রতীক্ষায় থাকার আর নেই প্রয়োজন
এখানে আছেন যারা খ্যাতনামা ধনুর্বিদ
আপনাদের পারদর্শিতা দেখানোর পালা এখন।
বসে না থেকে তীরন্দাজিরা একে একে আসুন
লক্ষভেদের আগে ধনুকে পরাবেন গুণ
করবেন মীনের চক্ষুতে তীর নিক্ষেপ
দ্রৌপদীর শর্ত পূরণে আপনারা ধনুর্বাণ ধরুন।
অবাক কাণ্ড! এই সভায় ঘটছে কী শুনুন
শিশুপাল জরাসন্ধ শল্য ব্যর্থ ধনুকে পরাতে গুণ
কে জানে, তাদের দমে ঘাটতি হয়েছে কি?
পাইনা ভেবে কেন যে তারা রেগে হয়েছে তেলেবেগুন!
তাদের হতে হতো অর্জুনের মতো দক্ষ তীরন্দাজ
তাহলে লেজেগোবরে হতে হতো কি আজ?
নজরটা রাখতো যদি মীনের আঁখির দিকে
আজ কপালে পড়তো কি অযথা চিন্তার ভাঁজ?
হলো কী? সবার চোখে মুখেই আফসোস
খুঁজছে সবাই এই ধনুকের কোথায় কী দোষ?
তীরন্দাজ ছুঁড়তে যদি না পারে তীর
বলার অপেক্ষা রাখে কি খুঁজবেই ধনুকের দোষ।
(মহাভারতের কাহিনী অবলম্বনে)